Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ মে ২০২৫

Consultation Workshop on Accreditation in Higher Education


প্রকাশন তারিখ : 2025-04-30

‘Consultation Workshop on Accreditation in Higher Education’

 

৩০ এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখ  সকাল 10:০০ ঘটিকায় বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সম্মেলন কক্ষে নিয়োগকারী কর্তৃপক্ষের সাথে অ্যাক্রেডিটেশন কার্যক্রম অবহিতকরণ বিষয়ক একটি মতবিনিময় কর্মশালা ‘Consultation Workshop on Accreditation in Higher Education’ অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের নিয়োগকারী কর্তৃপক্ষের Chairman, CEO, Director (Admin), Head of HR, General Manager, Chief Human Resources Officer, Senior Assistant Vice President & Deputy Head, Senior Executive Officer ও HR Manager. উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ। কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মো: গোলাম শাহী আলম, পূর্ণকালীন সদস্য জনাব ইসতিয়াক আহমদ ও প্রফেসর ড. গুলশান আরা লতিফা। কর্মশালায় ‘Accreditation in Higher Education’ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. এস, এম, কবীর। কর্মশালায় পরিচালনা পর্ব পরিচালনা করেন কাউন্সিলের সচিব প্রফেসর এ.কে.এম. মুনিরুল ইসলাম। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন কাউন্সিলের সংযুক্ত কর্মকর্তা প্রফেসর পারভেজ আক্তার, কাউন্সিলের পরিচালক প্রফেসর নাসির উদ্দীন আহাম্মেদ, পরিচালক প্রফেসর গৌতম চন্দ্র রায়, পরিচালক মোহাম্মদ তাজিব উদ্দিন ও উপপরিচালক ড. রীতা পারভীন। কর্মশালায় র‌্যাপেটিয়ারের দায়িত্ব পালন করেন উপপরিচালক জনাব মোহাম্মদ আবদুল আলীম ও উপপরিচালক জনাব ফারজানা শারমিন। কর্মশালাটি সঞ্চালনা করেন অ্যাক্রেডিটেশন বিভাগের সহকারী পরিচালক জনাব নাছিমা আক্তার। কর্মশালাটির সার্বিক কাজে সহযোগিতা করেন সহকারী পরিচালক জনাব সাবরিনা তাজনুর। কর্মশালায় আগত অতিথিগণ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের কার্যক্রম সম্পর্কে অবহিতকরণের জন্য কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং উচ্চশিক্ষার মান উন্নয়নে আ্যাকাডেমি-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন সুসংহত করা প্রয়োজন মর্মে অভিমত প্রকাশ করেন।