Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ মে ২০২৫

Workshop on Preparation for Accreditation: Documentation and Evidence (05 May 2025)


প্রকাশন তারিখ : 2025-05-08

Workshop on Preparation for Accreditation: Documentation and Evidence

 

বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ‘প্রিপারেশন ফর অ্যাক্রিডিটেশন: ডকুমেন্টেশন অ্যান্ড এভিডেন্স’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মে) সকালে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের আয়োজনে ইনিস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি), পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সার্বিক সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালাটিতে উচ্চ শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে অ্যাক্রেডিটেশন প্রাপ্তি সংক্রান্ত বিষয়ে নিবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. এস, এম, কবির।

উপস্থাপনার পরে প্রাসঙ্গিক, যৌক্তিক ও গঠনমূলক প্রশ্নের মাধ্যমে শিক্ষকরা কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ।

বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. এস এম কবিরের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্র, গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও আইকিউএসির ডিরেক্টর অধ্যাপক ড. মো. রফিকুল আহসান। 

বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের পরিচালক অধ্যাপক নাসির উদ্দীন আহম্মেদ ভোট অব থ্যাঙ্কস জানান। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিওটির ভাইস চেয়ারম্যান ডা. মতিউর রহমান পিএইচডি, পিইউবি কোষাধক্ষ অধ্যাপক সুজন শাহ -ই- ফজলুল ও মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আমিনুল ইসলাম প্রমুখ।